ফেসবুক টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার নিয়ম

0



 





তাই আসুন আমরা আজকে জেনে নেই কিভাবে ফেইসবুক একাউন্টে ২ স্টেপ নিরাপত্তাটি চালু করবো। যাতে করে অন্য কেউ লগইন করতে না পারে। প্রথমেই আমাদের ফেইসবুক একাউন্টে লগইন করতে হবে। খুব মনোযোগ দিয়ে কাজটি করতে হবে যেন কোনো ভাবেই ভুল কিছু না হয়ে যায়। ২ স্টেপ ভেরিফিকেশন চালু করতে খুব সহজেই নিচের ৮টি স্টেপ ফলো করুন। আশাকরি ফেসবুকে আপনার প্রোফাইলটির নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে।


পেজ সূচিপত্রঃ ফেসবুক প্রোফাইলে কিভাবে ২-স্টেপ চালু করতে হয়






স্টেপ(০১) এক। 


ফেসবুক একাউন্টে আসার পর উপরে ডানদিকে দেখবেন তিনটে দাগ দেয়া আছে এখানে ক্লিক করবেন।


স্টেপ(০২) দুই।  


এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে নিচের দিকে দেখবেন একটা অপশন আছে। setting & privecy তে ক্লিক করবেন, ক্লিক করার পর আরো একটি অপশন আসবে সেখানে setting এ ক্লিক করবেন।


স্টেপ(০৩) তিন।  


এবার Account অপশন থেকে Password and Security তে ক্লিক করবেন। এবার Password and Security থেকে Two-factor authentication থেকে Use two-factor authentication এর উপরে ক্লিক করবেন।


স্টেপ(০৪) চার।  


এবার এই পেজটি আপনার সামনে হাজির। এখন এখানেই অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যা খুব ভালোভাবে দেখুন। ফেসবুক একাউন্ট ভেরিফিকেশন অপশনটি দুটি মাধ্যমে চালু করতে পারেন একটি অ্যাপের মাধ্যমে, আরো একটি আপনার ফোন নাম্বারের মাধ্যমে দিয়ে করবেন।


স্টেপ(০৫) পাঁচ। 


এবার দেখুন লেখা আছে Your security method এর নিচেই Your text message (SMS) টেক্সট মেসেজে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ফোন নম্বর ব্যবহার করে ফেইসবুক একাউন্ট চালু করেছেন। এখন এখান থেকে আপনি চাইলে সেম নাম্বার দিয়ে ভেরিফিকেশনটি চালু করতে পারেন অথবা আপনার অন্য কোনো নাম্বার দিয়েও চালু করতে পারবেন। যদি অন্য কোনো নাম্বার দিয়ে এটি করতে চান তাহলে add phone number এ ক্লিক করে নতুন নাম্বার দিয়ে করতে পারবেন। এখন আপনার কাঙ্খিত নাম্বারটি সিলেক্ট করার পর continue তে ক্লিক করুন।


স্টেপ(০৬) ছয়। 


অল্প কিছুক্ষনের মধ্যেই আপনার ফোন নম্বরে ফেইসবুক এসএমএস এর মাধ্যমে ৬ডিজিটের কোড জানিয়ে দিবে। ম্যাসেজটি পাওয়ার পর আপনি খুব তাড়াতাড়ি করে সময় শেষ হবার আগেই কোডটি বক্সে বসিয়ে দিবেন। এবং আবারো continue এ ক্লিক করে দিবেন।


স্টেপ(০৭) সাত।  


এবার আপনার ফেইসবুক এর পাসওয়ার্ড চাইবে। অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিন কোনো ভাবেই ভুল পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। এবং continue তে ক্লিক করে দিন। এবার দেখুন আপনার নম্বরটি সেট করার জন্য নিচে done এ ক্লিক করে দিন।


স্টেপ(০৮) আট।  


এবার আবারো Use two-factor authentication ক্লিক করে দেখুন আপনার ফেইসবুক একাউন্টে ভেরিফিকেশনটি চালু হয়ে গিয়েছে। খুবই সফল ভাবে আপনার ফেইসবুক ২ স্টেপ ভেরিফিকেশনটি চালু হয়ে গেলো। আপনি ঠিক যে ভাবে ফেইসবুক এর সেটিং সম্পর্কে জেনেছেন। আপনার বন্ধু,বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানাতে আপনার প্রোফাইলে আমাদের পোস্টটি শেয়ার করে রাখুন। যাতে করে সবাই অনেক সফলভাবে ভেরিফিকেশনটি সম্পূর্ণ করতে পারেন।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top